জন্মাষ্টমী


###########জন্মাষ্টমী###########

শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। তার পবিত্র জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী।

হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালিত হয়।

খ্রিস্টপূর্ব ৩২২৮ সালে শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আসেন। সনাতন ধর্মে সময়কে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটি দ্বাপর যুগ। এ যুগের শেষদিকে মথুরা নগরীতে তার শুভ আবির্ভাব।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এদিনে শুধু উপাবাসেও সাতজন্মের পাপ নষ্ট হয়। তাই এ দিনে উপবাসসহ শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। জন্মাষ্টমীর পূজা শুরু হয় ১৬ শতকে।

ঈশ্বরের সম্পর্কে আলোচনা বা তার জন্ম কুষ্টি সম্পর্কে গবেষণা করার ধৃষ্টতা আমার নেই, ঈশ্বরের জন্ম স্বইচ্ছায় তাই শ্রী কৃষ্ণ নিজেই ভালো করে জানেন তার জন্ম কুষ্টি কি বলছে বা তার গভীর রহস্য কোথায়?

আমি অতি সাধারণ মানুষ স্বভাবের তাড়নায় ওনার কুষ্টি নিয়ে অতি সাধারণ আলোচনা শুরু করলাম।

জন্ম রাশি এবং লগ্ন রোহিনী নক্ষত্রে।
সাধারণ মানুষের জন্ম কুষ্টি যেমন হয় বাকিদের মতোন ওপর থেকে দেখে সেটাই মনে হয় শ্রী কৃষ্ণের কুষ্টি।

শ্রী রাম চন্দ্রের জন্ম কুষ্টিতে যেমন সব কটা গ্রহই উচ্চস্ত অবস্থান এখানে কিন্তু তেমন কিছু নয়।

প্রতি ভদ্র মাসের আশেপাশে যেমনভাবে রবি সিংহ রাশিতে অবস্থান করে, আর শুক্র, মঙ্গলের অবস্থান কর্কট, সিংহ এর আশেপাশে থাকে ঠিক সেই ভাবেই শ্রী কৃষ্ণের জন্ম কুষ্টিতে ৩য় ভাবে রাহু, শুক্র, মঙ্গলের একত্র সহাবস্থান।

এই রাহু, মঙ্গল, শুক্র যোগ কিন্তু সকলের কুষ্টিতে সচারচর দেখা যায়না। এইযোগ নিয়ে জ্যোতিষ জগতে মুখে মুখে অনেক আলোচনা, সমালোচনা ঘুরে বেড়ায়।

৪থ ভাবে রবি আর বৃহস্পতির অবস্থান।
৫ম ভাবে একলা বুধ।

৭মে শনি।
৯ম ভাবে কেতুর অবস্থান।

পৃথিবীর সব সেরা ক্ষমতাবান ভগবানের এটাই জন্ম কুষ্টি, যিনি একটা ঘুষি মেরে কংসকে হত্যা করেছিলেন। এমন ভাবে কতই না ধর্ম যুদ্ধে শ্রী কৃষ্ণ সবাইকে হারিয়েছেন।

দ্রাপর যুগের শেষের দিকে ওনার জন্ম, কলী যোগের শুরুতেই উনি ফিরে যান মত্ব ছেড়ে স্বর্গে।

আসুন এবার আমরা এমনি একটা জন্ম কুষ্টির আলোচনা করি যিনি সারা পৃথিবীর প্রতিযোগিতায় সবাইকে ঘুষি মেরে হারিয়ে দিয়েছেন এই কলী যুগে, উনি ভগবান নয়, আর আমি ওনাকে ভগবানের সাথে তুলনা করছি না।

১, রাহু, শুক্র,মঙ্গলের যোগ ৮ম ভাবে।
২, রবি আর বৃহস্পতির যোগ ৯ভাবে।
৩, একলা বুধ ১০ম ভাবে।

আমাকে অনেকেই বলেছেন যে কারোর সাথে কারোর তুলনা হয়না, তারাই ঠিক হয়তো কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে যাহা ঘটে তার কিছুনা কিছু সূত্র থেকেই যায়। আপনাদের একটা উদাহরণ দেয় তাহলে।

রামায়ণে লক্ষণের জন্ম হয়েছিলো অশ্লেষয়া নক্ষত্রে, রামায়ণের যুধ্যে মেঘনাথের তীরের আঘাতে লক্ষণের শরীরে বিষক্রিয়া হয়েছিলো। বর্তমানে এই নক্ষত্রে যে সকল জাতক জন্মগ্রহণ করবেন বা করেছেন তাদের Food poisoning, সাপে কামড়ানো, পোকা জাতীয় বিষের সমস্যায় ভুগতেই হবে।

রাহু, মঙ্গল, শুক্র জাতচক্রে অবস্থান করলে জাতকের মধ্যে অত্যাধিক ক্ষমতার সৃষ্টি হয়।
যাহা সমাজের সকল কাজে লড়াই করতে সাহায্য করে থাকে। সে দ্রাপর যুগে হোক অথবা কলী যোগে সাধারণ মানুষ।

সম্রাট বোস
7890023700