জাতীয় ক্রীড়াদিবস।
মেজর ধ্যানচাঁদ এর জন্মদিনে সেই কথা আজ আমাকে মনে করিয়ে দিল। ধ্যানচাঁদ এমন একজন মানুষ ছিলেন, যাঁর মধ্যে দেশাত্মবোধ ও খেলোয়াড়সুলভ মানসিকতা একসঙ্গে ছিল। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিকে পরপর তিনবার দেশকে সোনা এনে দিয়েছিলেন ধ্যানচাঁদ।”
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটারের সমসাময়িক ছিলেন ধ্যানচাঁদ, মহান ক্রিকেটার ডন ব্র্যাডম্যান একবার বলেছিলেন, ধ্যানচাঁদ রান করার মতো গোল করতেন।”
আমার কাছে প্রতিদিন কোনো না কোনো মা বাবা তার সন্তানের কথা জিজ্ঞাসা করতে গিয়ে বলেন, তারা নাকি তাদের সন্তানদের খেলাধুলায় ভর্তি করেছেন, বেশিরভাগ মা বাবা ক্রিকেট খেলায় দিয়েছেন, আমি জিজ্ঞাসা করি আপনার ছেলে কী করেন ক্রিকেট খেলায়?
কেউ বলেন: ব্যাটিং, কেউ বোলিং, আবার কেউ উইকেট কিপার।
যাইহোক কে কিসে উন্নতি করতে পারবে, সেটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করবো।
আজ শুধু খেলাধুলার কোথা বলবো।
খেলাধুলা ৫ রকম
১, স্টামিনা: ১০০,২০০,৪০০,৮০০,১০০০মিটার রানিং, সাঁতার, জিমনাস্তিক এগুলোতে প্রচন্ড শারীরিক শক্তির প্রয়োজন।
২, মেন্টাল: দাবা, শারীরিক খেলার থেকে এই খেলায় প্রচন্ড ব্রেইন এর প্রয়োজন হয়।
৩, স্কিল: ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিলে টেনিস, ফুটবল, বেসবল, ভলিবল, হকি, গলফ, স্নুকার ইত্যাদি।
৪, গাড়ি: মোটর রেশ, কার রেশ যত রকম রেশ আছে।
জ্যোতিষী হলো জাহাজে লাগানো কম্পাসের মতন, জ্যোতিষীগন আপনাদের পাথ দেখতে পারে, কোন
খেলায় গেলে আপনার উন্নতি হতে পারে।
৫ম ভাব খেলাধুলার জন্য খুব কার্যকরী, আপনার আবেগ, ভালোবাসা, প্যাশন।
বি, ভি রামন বলেছেন ৬থ পতি যদি ৩য় পতির সাথে যুক্ত হয় তাহলে জাতক খেলোয়াড় হবার সম্ভাবনা খুব বেশি।
যত খেলোয়াড় দেখবেন তারমধ্যে ৯০% খেলোয়াড় এর রাশি/ লগ্ন মেষ, সিংহ, ধনু, কর্কট,বৃশ্চিক,মীন।
জাতকের কুন্ডলীতে মঙ্গল শক্তিশালী হতে হবে।
১,৩,১১ ভাব ও ভাবপতি কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে হবে, নাহলে প্রতিষ্ঠা পাবে না।
শনি এবং বৃহস্পতিকে কোনো ভাবে যুক্ত হতে হবে।
চন্দ্র আর মঙ্গল এর সাথে যোগ থাকবে।
মেজর ধ্যানচাঁদ এর কুন্ডলীতে এগুলোর যোগ আপনারা খুঁজে পাবেন, আমি আলাদা করে আর আলোচনা করলাম না।
আজকাল প্রতিযোগিতা খুব বেশি, যদি কোনো স্পোর্টস এ আপনার সন্তানেরা যেতে চায় তাহলে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আলোচনা করেনিন, যে স্পোর্টসে দিয়েছেন আপনার সন্তানকে প্রকৃতই কি ওই খেলা আপনার সন্তানের জন্য উপযুক্ত?
নাকি আপনার সন্তানের ভাগ্য অন্য খেলায় অপেখ্যা করছে?
সম্রাট বস
7890023700