পুনব্বসু নক্ষত্র
পুনর= পুনরাবৃত্তি
বসু= আলো/ উন্নতিশীল
Prosperous of god.
The return of light.
জীবনের ওঠা নামা, বার বার ওপরে ওঠার প্রচেষ্টা, জীবনে যা কিছু হারিয়েছে তার সব কিছু ফিরে পাওয়ার প্রচেষ্টা, অনেকটা টেনিস বালের মতন, যতই টেনে নীচে নামান না কেন ফিরে সে ওপরে উঠে আসবেই। জীবনের প্রতিটি মুহূর্ত এদের কাছে সুন্দর কবিতার মতন।
“জীবন মানে চাওয়া-পাওয়া
জীবন মানে খেলা,
জীবন মানে নেড়া একবারই
যাবে বেলতলা।
জীবন মানে সুখ-দুঃখ
জীবন চুনি-পান্না,
জীবন মানে হঠাৎ হাসি,
হঠাৎ আবার কান্না।
জীবন মানে অমৃত
আবার জীবন হলাহল,
জীবন মানে জানো কি বন্ধু –
পদ্মপাতায় জল?”
শ্রী রাম চন্দ্রের জন্মগ্রহণ হয় এই নক্ষত্রে।
Madhu mase, sithe pakhe, navamyaam,
Karkate subhe, punarvasu naksatra.
By balmiki ramayana.
শ্রী রাম চন্দ্রের জীবন ছিল বার বার হারিয়ে পুনরায় প্রতিষ্টিত করা।
পুনব্বসু এর দেবতা অদিতি,
শক্তিশালী বীজের অধিকারী, যাহা ফলদানে সক্ষম।
অদিতি যিনি সমস্ত দেবতার জন্ম দিয়েছিলেন, যাহার ধনসম্পত্ত্বি দানের ক্ষমতা অপরিসীম।
বৃহস্পতি আর বুধের যোগের জন্য কথা বলা আর মানুষকে বোঝানোর ও নেতৃত্ব দেবার ক্ষমতা খুব বেশি।
ধোনি, গাভাস্কার, আর সৌরভ গাঙ্গুলির জন্ম রবিতে এই নক্ষত্রে।
বৃহস্পতি আধ্যাত্মিক মানসিকতার সৃষ্টি করে, saint ramana Maharshi এর জন্ম হয়েছে এই এই নক্ষত্রে কিন্তু পীড়িত হলে মানুষের মনে ধর্মের মধ্যেও পাপবোধ জাগরণ হয়।
আশারাম বাপুর লগ্নে এই নক্ষত্র।
বুধ আর বৃহস্পতি লেখনীর মানসিকতা জাগিয়ে তোলে,
Steve Forbes এর বুধ এই নাক্ষত্রে।
Forbes magazine এর নাম শোনেনি এমন শিক্ষিত মানুষ আছে বলে আমার জানা নেই।
রাহু এখানে ভালো ফল দেয়
উত্তম কুমারের রাহু এই নাক্ষত্রে।
আমার বাঙালির মহানায়ক।
কিন্তু এই রাহু যদি পাপ পীড়িত হয় তাহলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।
হিটলারের রাহু এই নক্ষত্রে।
Health issue
Weak liver,
Jaundice
Sensitive nervous system
সম্রাট বোস
7890023700