হোটেল ম্যানেজমেন্ট


হোটেল ম্যানেজমেন্ট—————–

সবাই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কোন লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে চলে। আমাদের যুব সমাজ নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে কিছু আলাদা করতে চায়। পড়াশুনো পর আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আমাদের কোন পথে এগানো উচিত। আর আপনি ভবিষ্যৎ গড়ার জন্য যে শিক্ষা বা যে কোর্সটি বেছে নিতে চান তার সম্পর্কে সম্পূর্ণরূপে তথ্যের জ্ঞান থাকা জরুরী। যেমন, এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন দেখছে। তাই তাদের উচিত সেই কোর্সটি শুরু করার আগে তার জন্ম কুষ্টিতে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন কিনা, বিস্তারিত জেনে নেওয়ার প্রয়োজন আছে।

আজকাল হোটেল ম্যানেজমেন্ট একটি ভালো কোর্স। এই কোর্সটি শিখে অনেকেই নিজেদের ভবিষ্যৎ গড়ছে এবং সাফল্যের পাচ্ছে। এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য আপনাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে এবং তাহলেই আপনি এটায় সাফল্যে পাবেন। তাই যদি আপনি হোটেল ম্যানেজমেন্ট পড়া নিয়ে আগ্রহী থাকেন তাহলে আপনি এই কোর্সটি শিখে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। তবে আপনাকে আগে জানতে হবে হোটেল ম্যানেজমেন্ট কি এবং এই কোর্স সম্পর্কে বিস্তারিত জ্যোতিষ তথ্য। আসুন তাহলে হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আজকের নিবন্ধ থেকে জেনে নিই।

হোটেলে কাজ করতে গেলে আপনার কুষ্টিতে ৫ ভাব এবং ৫ পতির সাথে ১০ভাব এবং ১০পতির সাথে সম্পর্ক যুক্ত থাকতে হবে ও তার সাথে শুক্রের সম্পর্ক।

৫ ভাব থেকে পড়াশোনার সাথেও প্যাশন টাও বোঝায়, ইনোভেশন আসে ৫ ভাব থেকেই।

১০ ভাব কর্ম সংস্থান, আমাদের কষ্টের রোজগার ১০ ভাব থেকেই আসে।

শুক্র সৌন্দর্যের প্রতীক। আপনার কাজের মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে এটাই এই কাজের নিয়ম।

লগ্নকে শক্তিশালী হতে হবে, কারণ হোটেলের কাজে সকাল বিকেল সময়ের কোনো ঠিক থাকে না, ২৪ ঘন্টাই আপনার duty hour যদি আপনি দুর্বল হন তাহলে আপনার ইনোভেশন যতই ভালো হোক, আপনার শরীর আপনার সঙ্গে দেবেনা।

লগ্নের সাথে বৃহস্পতির যোগ সূত্র থাকার ভীষণ প্রয়োজন আছে। managment এর প্রধান গ্রহ হলো বৃহস্পতি, এই গ্রহ জাতচক্রে ভালো জায়গায় না থাকলে, managment এর জায়গায় এসে আপনি হেরে যাবেন।

উদাহরণ

অক্ষয় কুমার।

প্রথম জীবনে তায়কোয়ান্দোতে ব্লাক বেল্ট পাওয়ার পর তিনি আরো মার্শাল আর্ট শিখার জন্য ব্যাংকক এ যান। পরে থাইল্যান্ড এ তিনি মুই থাই শিখার পর হোটেলে বেশ কিছুদিন প্রধান ওয়েটার এর কাজ করেন, অক্ষয় কুমার একটা জায়গায় বলেছিলেন যে ওনার হোটেলে কাজ করাটা একটা আনন্দের অনুভুতি ছিলো। তার কাজের অনেক উন্নতি হয়েছিলো এবং তার কাজের জন্য তার নামের অনেকটাই প্রসার হয়েছিলো।

জাতচক্র বিশ্লেষণ

১, বৃশ্চিক লগ্ন।
২, লগ্নে অবস্থান লগ্নপতি মঙ্গল।
৩, রবি ১০ম পতি, তার অবস্থান ১০মে।
৪, মহারাশির ৫ পতি রবি আর লগ্ন থেকে ১০ পতি রবি একটাই গ্রহ।
৫, শুক্রের অবস্থান ১০মে ১০ম পতির সাথে সহাবস্থান।
৬, ভাগ্যস্থান ৯ভাব সেখানে অবস্থান বৃহস্পতির।
৭, ভাগ্যস্থান থেকে ৫ দৃষ্টি দ্বারা মঙ্গলের ওপর দৃষ্টি দিয়ে বৃহস্পতি আর মঙ্গলের (লগ্ন পতি) মেলবন্ধন।

জীবনের প্রথমে karate শিখতে শিখতে নিয়তি তাকে কিছুমাসের জন্য হলেও হোটেলে কাজে নিযুক্ত করে দিয়েছিল, তারপরে অক্ষয় কুমার মডেলিং সুযোগ পায় আর মডেলিং করতে শুরু করে দেয়।

মানুষের জাতচক্রে যেটা লেখা থাকে সেই কাজে মানুষকে একবার হলেও করতে হবেই, তার জন্য দশা, অন্তর্দশায় সেই রূপ রেখা প্রতিফলিত হবেই।

আপনি বা আপনার সন্তান যে কোনো কাজেই নিযুক্ত হতে যাক, তার আগে একবার হলেও কোনো শিক্ষিত জ্যোতিষ এর পরামর্শ করে নেবেন।

সম্রাট বোস
7890023700