আমি কি বিদেশে যেতে পারবো?
প্রতিদিন একটা প্রশ্ন প্রায় সকলের মুখে থাকে, সেটা হলো বিদেশ যাত্রা হবে কিনা। কেউ ঘুরতে যেতে চায়, কেউবা কাজের জন্য যেতে চায়, আবার পড়াশোনার জন্য অনেকেই বিদেশে যাবার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু ভাগ্গে না থাকলে যাবেন কিভাবে?
জন্ম কুষ্টিতে দেখে নিতে হবে, বিদেশ যাত্রার যোগ আছে কিনা, যদি থাকে তাহলেই বিদেশ যাত্রা হবে নাহলে বিদেশের স্বপ্ন টা স্বপ্নই থেকে যাবে।
আজকে আমি বিদেশে পড়াশোনা নিয়ে আলোচনা করবো, পরের দিন বিদেশে ঘুরতে যাওয়া অথবা কাজের মাধ্যমে যাওয়ার বিষয় বিস্তারিত লিখবো।
বিদেশে অধ্যয়ন
1, ৫ম ভাব (শিক্ষা) এবং ১২ তম ভাব (বিদেশী দেশ) এর মধ্যে সম্পর্ক। এটা বিদেশে শিক্ষা নির্দেশিত।
২, ১০ ম ভাবের মধ্যে সম্পর্ক (বিশেষ অধ্যয়ন, পেশাদার প্রশিক্ষণ বাস্তব অভিজ্ঞতা) এবং ১২ তম ভাব (বিদেশী দেশ)। এটা বিদেশে পেশাদারী গবেষণা বা পেশা নির্দেশ করে।
3, চতুর্থ ভাব (বাসস্থান) এবং ৫ ম ভাবের মধ্যে সম্পর্ক। এটা বিদেশে ভাগ্য নির্দেশ করে।
4, পড়াশোনা বা উচ্চতর গবেষণার জন্য বিদেশে যাওয়ার সময় 5 ম ভাব এবং 1২ তম ভাবের সাথে দশা অন্তর্দশায় সংযোগ থাকতে হবে।
কেস স্টাডি…
রণবীর হুডা
হুদা ১৯৭৬ সালে ২০ আগস্ট ভারতের হরিয়ানা প্রদেশের রোহটাকে জন্মগ্রহন করেন। তার পিতা ডাক্তার রনবীর হুদা একজন ডাক্তার এবং মা আশা হুদা একজন সমাজকর্মী। তার বড় বোন ডাক্তার অঞ্জলি হুদা একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং ছোট ভাই সন্দীপ হুদা সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সিঙ্গাপুরে কর্মরত।
শৈশবে হুদা হরিয়ানার সোনেপাতে অবস্থিত বোর্ডিং স্কুল মতিলাল নেহরু স্কুল অভ স্পোর্টসে পড়াশুনা করেন।তার পরিবার তাকে একজন ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলো। তাকে দিল্লী পাবলিক স্কুল, আর. কে. পুরম এ ভর্তি করা হয়।
জন্ম কুষ্টিতে
1,৪/৫ ম ভাব এবং ভাব পতি শনি।
2, শনির অবস্থান ১০ম স্থানে।
3, ৯/১২ পতি বুধ অবস্থান করছে তার উচ্চস্ত ঘরে কন্যা রাশিতে।
4, শনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে তার ৩য় দৃষ্টি দ্বারা বুধের সাথে যুক্ত হয়েছে।
5, এখানে ৪,৫,৯,১০,১২ ভাবের সংমিশ্রণ ঘটেছে।
১৯৯৫ সালের প্রথম দিকে এপ্রিল মাসে হুডা অস্ট্রেলিয়া যায় পড়াশোনা করতে।
Bachelor’s degree in marketing and a master’s degree in business management and human resource management.
সময়টা ছিলো রাহুর দশা, সনাতন জ্যোতিষ শাস্ত্র মতে রাহুকে আমরা বিদেশ বিচার করে থাকি, বিদেশে নাম করা, বিদেশে চাকরি করা বা বিদেশী ভাষা। স্বামী বিবেকানন্দ ১২সে রাহুর দশায় কিন্তু শিকাগোতে বক্তৃতা রেখেই পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। ১৯৯৫ সালে রাহুর দশায় হুডার জাতচক্রে রাহুর অবস্থান ছিলো ঠিক তার জন্মকালীন লগ্নে, লগ্নকে আমরা নিজের শরীর বিচার করে থাকি, যে শরীরকে বিদেশে যেতে হবে, সেই সময়টা এসেছিলো ওই রাহুর দশায়।
বিদেশে যাবার সময় এসেছিলো ভালো কথা, কিন্তু পড়াশোনার জন্য যদি যেতে হচ্ছিলো সেই হুডার ৪/৫ পতি শনির অবস্থান কোথায় ছিলো সেটা দেখে নেবার দরকার আছে আমাদের, সেই সময় শনির অবস্থান ছিলো ৫ ভাবে কুম্ভ রাশিতে এপ্রিল মাসে লগ্ন পতি শুক্রের সাথে।
যে হুডা পড়াশোনা ছেড়ে আকটিং এর পিছনে পাগল ছিলো তাকে পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দিতেই হলো।
গীতায় লেখা আছে, যখন এ ঘটছে সেগুলো আগে থেকেই ঠিক করা আছে, সত্যি তাই আমাদের জীবনে যা যা ঘটবে সব কিছুই আমাদের কুষ্টিতে লেখা আছে। দশা, অন্তর্দশা, গোচর আমাদের সেই সেই রূপ রেখায় প্রতিফলন চিত্র দেখায়।
সম্রাট বোস
7890023700