Bill Clinton


দত্তক সন্তান।

প্রয়োজন, ইচ্ছা বা কারণটা একেকজনের একেক রকম। তবে তাঁরা সবাই একটি বিষয়ে একেবারে দৃঢ়, সন্তান বা সন্তানদের বিষয়ে এতটুকু ছাড় দেওয়া চলবে না, হোক না সে সন্তানটি দত্তক নেওয়া। জন্মসূত্রের সম্পর্ক না থাকলেও দত্তক করে নেওয়া সন্তানদের জন্য এই প্রতিটা পিতা মাতার অসম্ভব টান।

সুস্মিতা সেন

১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন বলিউডের স্টাইলিশ আইকন হিসেবে স্বীকৃত ছিলেন ক্যারিয়ারের চনমনে সময়ে। ২০০০ সালে তিনি এমন এক লড়াইয়ে শামিল হয়েছিলেন, যার কথা সে সময়ে কেউ ভাবতেই পারে না। কোনো বিয়ে নয়, সরাসরি সিঙ্গেল প্যারেন্ট হিসেবে একটি ছোট্ট মেয়েকে দত্তক নিলেন তিনি, মেয়েটির নাম দিলেন ‘রেনে’। সে সময়ে সিঙ্গেল প্যারেন্টশিপের বিষয়টি ভারতে ঠিক ‘হজমদায়ক’ ছিল না। এর জন্য আইনি লড়াই করতে হয়েছে সুস্মিতাকে। ২০১০ সালে আরেকটি কন্যাশিশু দত্তক নেন তিনি, আইনি লড়াই পিছু ছাড়েনি এবারও। শিশুটির নাম আলিশা। দুই মেয়েকে নিয়ে দিব্যি জীবন কাটিয়ে চলছেন সুস্মিতা সেন।

জন্মপত্রিকা মধ্যে দত্তক ..

1, সন্তানের জন্ম কুষ্টিতে 9 ম ভাব এবং 9 ম ভাব পতির অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আইনগতভাবে দত্তক গ্রহণকারী পিতা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

২, জন্ম কুন্ডলী, দ্বাদশাংশ এবং চতুর্থঅংশ থেকে অনেক সময় বিচার করা হয়ে থাকে।

3, পিতৃ কারক গ্রহের(রবি) দশা, 9ভাবের দশা, 9 ভাবপতির দশার ওপর অনেক কিছুই নির্ভর করে থাকে।

4, সব ক্ষেত্রে, 8, 12 এবং তৃতীয় ভাবের বা ভাবপতির গুরুত্ব অনেকটাই আছে।

বিল ক্লিনটন

জন্মের সময় দশা রবি, রবি,রবি চলছিলো।

রবি পিতৃ কারক গ্রহ।

নবম পতি শুক্র সাথে ৮ ম পতি মঙ্গল মিলিত হয়েছে লগ্নে এবং শনি দ্বারা দৃষ্ট। তার জৈবিক পিতা জন্য মারাত্মক প্রমান হয়েছিলো।

জন্মের সময় ১২ পতির দশা চলছিলো এবং ৯ পতি শুক্র ৮ পতির সাথে অবস্থান করে পীড়িত।

দ্বাদশমশে, ৮ম ভাবে ৯ ম পতি শুক্র।

জন্মের সময়ে রবির দশা ১২ ভবের দশা জাতকের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়।

ক্লিনটনের জন্মের পর তার পিতা গাড়ি একসিডেন্ট মারা যায়, এবং তার দ্বিতীয় পিতা তার মা আর তাকে দত্তক নেন।

সম্রাট বোস
7890023700