Bishakha naksatra

………………………বিশাখা নক্ষত্র………………….

বিশাখা শব্দের অর্থ: গুরুতর, স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ, উদার, আনন্দদায়ক, সৃ, মনোযোগী, ভাগ্যবান, সক্রিয়, আধুনিক, অস্থির, উপযুক্ত

বিশাখার দেবতা ইন্দ্র।
ইন্দ্র শক্তি এবং বিজয়ের প্রতীক। ঋগ্বেদের ঋষি বলছেন, ‘হে ইন্দ্র! তুমি শক্তিমান, বীর ও শত্রু নিহন্তা বলে আমরা তোমার স্তব করি’। ‘হে পূজনীয় উগ্র ইন্দ্র! ……. তুমি সমস্ত ভুবনের একমাত্র রাজা, তুমি শত্রুদের প্রহার কর ও সাধু ব্যক্তিদের স্বস্থানে স্থাপিত কর’। ‘ইন্দ্রের বজ্র অয়োনির্মিত এবং তাঁর হস্তে সম্বন্ধ, তাঁর হস্তে বহুতর বল আছে। যুদ্ধগমনকালে ইন্দ্রের মস্তকে শিরস্ত্রাণ থাকে, তাঁর আজ্ঞা শ্রবণার্থে সকলে তাঁর সমীপে আগমন করে’। এইসকল জাতক আগুনের মতন বিচ্ছুরণ ঘটায় নিজের আসে পাশে। এদের জীবনদর্শন হলো মনের অন্তর্নিহিত বাস্তবায়ন করা। জ্ঞান আর বিজ্ঞানের মাঝামাঝির প্রকৃত রহস্য খুঁজে বেড়ায়।

ভাগৎ সিং এর শুক্র বিশাখা নক্ষত্রে।
ভগৎ সিংয়ের জেল ডায়েরি ও কেন আমি নাস্তিক। ভগৎ সিংয়ের লেখা- ‘কেন আমি নাস্তিক’ বইটি পরে দেখতে পারেন, একজন মানুষ কতটা জ্ঞানী হলে- এত সুন্দর-সাবলীলভাবে নাস্তিক-আস্তিকের ব্যাখ্যা দিতে পারেন, এটা বিশাখা নক্ষত্রে শুক্রের অবস্থান বলেই সম্ভব।

পৃথিবীর সৃষ্টির সময় ইন্দ্র ইচ্ছে প্রকাশ করেছিলেন দেবতা ব্রম্ভার কাছে….আমি দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিমা লাভ করতে চাই এবং তার সহকর্মীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাভ করাই ছিল তার প্রধান উদ্যেশ্য।

নেপোলিয়ান বনাপার্টের লগ্ন ছিল বিশাখা নক্ষত্রে, মাত্র ১৬ বছরে সেকেন্ড লেফটেন্যান্ট পদে নিয়োগ হন। ২৪ বছরে ওনাকে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা আখ্যা দেওয়া হয়।

Ruling planet of Baisakha is Jupiter (বৃহস্পতি)

ঋগ্বেদে আর একটি দেবতা আছেন, তাহাকে কখন বৃহস্পতি কখন ব্রহ্মণস্পতি বলা হইয়া থাকে। কেহ কেহ বলেন, ইনি অগ্নি, কেহ কেহ বলেন, ইনি ব্রহ্মণ্যদেব। সে যাহাই হউক। ব্রহ্মণস্পতির সঙ্গে আমাদের আর বড় সম্বন্ধ নাই। বৃহস্পতি এক্ষণে দেবগুরু। বৃহস্পতি মনে enthusiasm, faith, optimism and hope for the future. বৃহস্পতি সেই শক্তি যোগান দেয় এখন থেকে ঈশ্বর বা মানব জাতি ভালো কর্মের দ্বারা লিপ্ত থাকতে পারে।

গৌতম বুদ্ধের চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থিত।
আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত, জ্ঞানী, জাগরিত মানুষকে বোঝায়। উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয়। সেই অর্থে যে কোনো মানুষই বোধপ্রাপ্ত, উদ্বোধিত এবং জাগরিত হতে পারে। সিদ্ধার্থ গৌতম এইকালের এমনই একজন ‘বুদ্ধ’।

বিশাখা বড়ো গাছের ছবির মতোন, যার অনেক শাখা প্রশাখা, অনেকই এই গাছের সান্নিধ্যে এসে উপকৃত হয়ে থাকে। একটি বড় গাছের বৃদ্ধিতে যেমন অনেকসময় লাগে, ঠিক তেমন ভাবে এই সকল জাতকের জীবনের উন্নতি আস্তে আস্তে কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এই গাছের সান্নিধ্যে সকলেই এসে আরাম পায়, সাহারা পায়, সাহায্য পেয়ে থাকে।

নেলসন মেন্ডেলের জন্ম নক্ষত্র বিশাখা।
ম্যান্ডেলা নিজে তাঁর এই সশস্ত্র আন্দোলনকে বর্ণবাদের বিরুদ্ধে নিতান্তই শেষ চেষ্টা বলে অভিহিত করেন। নেলসন মেন্ডেলার অফিসিয়াল জীবনী লেখক এন্থনি সেম্পসন বলেন, মেন্ডেলার শাসনকালে দক্ষিণ আফ্রিকার প্রায় ৩০ লক্ষ ঘরে টেলিফোন ও বিশুদ্ধ পানির সংযোগ, ১৫ লক্ষ শিশুর শিক্ষা, ২০ লক্ষ ঘরে বিদ্যুৎ সংযোগ এবং প্রায় সাড়ে ৭ লক্ষ ঘর নির্মিত হয়েছিল যা প্রায় ৩০ লক্ষ মানুষকে আশ্রয় প্রদান করে।

উইনস্টন চার্চিল
বুধের অবস্থান বিশাখা নক্ষত্রে।
জ্ঞানের সাথে মানুষের কথার মধ্যে অসীম ক্ষমতা এনে দেয়।
একটি ভাষণ একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে, হয়ে উঠতে পারে আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য ভাষণ বা বক্তৃতার কোনো বিকল্প নেই।

দেওয়ার মতো কিছুই নেই আমার। আছে শুধু রক্ত, কষ্ট, অশ্রু আর ঘাম’

দুই আঙ্গুল উঁচিয়ে ভি বা বিজয় চিহ্ন দেখিয়ে সমগ্র বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিলেন ইংল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং যুদ্ধকালের সফল রাজনৈতিক নেতা ও শাসক উইনস্টন চার্চিল।

সাধারণ কিছু বিচার বিশাখা নক্ষত্রের মানুষের।

আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আনন্দ, প্রেম এবং বিলাসিতা বিবেচিত হবে। আপনার মুখমন্ডল তীক্ষ্ণ এবং চোখগুলি সুন্দর। আপনি, বিনম্র, সামাজিক এবং সবসময় খুশি থাকেন। আপনার কণ্ঠস্বর মিষ্টি এবং আপনি কখনও কারোর সঙ্গে তিক্তভাবে কথা বলেন না। শিক্ষা ক্ষেত্রে আপনার অবস্থান ভাল হবে। বৃহস্পতির প্রভাবের কারণে, আপনি আপনার শৈশব থেকে জ্ঞান পাওয়ার একটি উত্তেজনা থাকবে। আপনি অধ্যয়নে ভাল হবেন; এবং সেই কারণে আপনি উচ্চ শিক্ষা পাবেন। যখন শারীরিকভাবে কঠোর পরিশ্রম বিষয় আসে, তখন আপনি সেটি এড়ানোর চেষ্টা করেন। তবে, আপনি আপনার মগজ অনেক ব্যবহার করবেন। যদি আপনাকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় তাহলে, আপনার বৃত্ত বেশ বড় হবে কারণ আপনার চরিত্র বেশ বন্ধুত্বপূর্ণ। আপনি বেশ স্নেহ এবং সম্মানের সঙ্গে মানুষের সাথে আচরণ করেন। যদি কারোর আপনাকে দরকার হয় তাহলে, আপনি সবসময় তাদের উদ্ধার করার জন্য এগিয়ে আসেন। এই কারণে মানুষ আপনার কাছে আসে যখন আপনার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এছাড়াও আপনি সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকবেন। আপনার জীবনের রক্ষণশীলতা বা পুরোনো ঐতিহ্যের কোন মূল্য নেই। আপনি জীবনে কারোর জন্য খারাপ কিছু চান না। আপনার কণ্ঠস্বর উত্তেজনাপূর্ণ যা মানুষকে আকর্ষণ করে। যদি আপনি রাজনীতিতে আপনার হাত ঢোকাতে চেষ্টা করেন তাহলে আপনি সমাজকল্যাণমূলক অনেক কিছু করতে পারবেন। যখন দৈনন্দিন রুজি রোজগারের বিষয় আসে তখন আপনি ব্যবসা বদলে পেশা পছন্দ করেন। আপনি একটি সরকারি চাকরি পাওয়ার কঠিন প্রচেষ্টা করবেন। এমনকি যদি আপনি ব্যবসাও করেন, তাহলেও আপনি কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করবেন।

Health Issus

Breast
Arms
Reproductive Problems
Stomach

সম্রাট বোস
(জ্যোতিষ প্রেমী)
7890023700