স্যালুট হামজা, সাব্বাস।
আজীবন বিড়ালের মত বেঁচে থাকার,
থেকে একটা দিন সিংহ হয়ে মৃত্যু বরণ করা উওম,….!!!!
আমার এক ভাই/বন্ধু শ্যামসুন্দর তার সিংহ রাশি এবং সিংহের মতন তার চিন্তা ভাবনা, আমাকে বার বার বলে বাঁচতে হলে সিংহের মতন বাঁচবো।
No Compromise …
ফাঁসির দড়ি গলায় পড়ার পরেও এমন হাঁসি মুখে থাকা পৃথিবীর ইতিহাসে বিরল।
এই সেই হামজা বেনদেলাজ, যিনি ২১৭ টি ব্যাংক
থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা
ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার
উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন! আদালতে
তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে
ফাঁসিতে ঝুলে পড়েন! আদালতে তার বক্তব্য
পরিস্কার ছিল-“আমি কোন পাপ করিনি, গরিবের
পেট চাঁপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে
পয়সা ব্যংকে জমা রেখেছিল আমি তা গরিবের
পেটেই পৌঁছালাম, এটি অপরাধ?
কোনও কুন্ডলীতে রাহু বৃহস্পতি ও কেতু বৃহস্পতি যদি এক রাশিতে বা এক ভাবে অবস্থান করে, তখন সেই কুন্ডলীতে গুরুচন্ডালী যোগ রয়েছে বলা যাবে। প্রখ্যাত জ্যোতিষী ডঃ বি, ভি, রমন বলেছেন যে বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রে অবস্থা করে তাহলেও গুরু-চন্ডালী যোগ বলা যাবে। গুরু-চন্ডালী যোগ অনেকটা দুধে একটু লেবু মেশানোর মত।
সাধারণত এই যোগ যদি লগ্নে থাকে মানুষ নানা রকম অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে থাকে। কেউ কেউ ভয়ঙ্কর মিথ্যা অহঙ্কার সর্বস্ব হয়ে থাকে। দ্বিতীয়ে গুরু-চন্ডালী যোগ থাকলে, এরা মিথ্যাভাবে বা প্রতারণা করে, লোককে ঠকিয়ে অন্যের অর্থ তছরূপ করে থাকে। পঞ্চমে ও নবমে এই যোগ থাকলে, জাতক প্রতারক ও ভণ্ড হয়। এইরকম কোথাই আমরা বইতে পড়ে আসছি বা জেনে আসছি, কিন্তু কিসের কষ্টে বা কিসের নেশায় করছে তার মূল্যায়ন করার সময় কারোর নেই।
বর্তমান জ্যোতিষ সমাজে এই গুরুচণ্ডালী যোগনিয় অনেকরকম আলোচনা করা হয়ে থাকে। যাদের এইসকল যোগ থাকে তারা নাকি সমাজে কারোর কথা শোনে না, বড়দের সন্মান দেয়না, বা আজে বাজে কথা বলে থাকে।
কোনো মানুষ যে কতটা ভালো বা কতটা খারাপ তার বিচার করবে কে?
কারোর মনে হতে পারে হামজা খুব খারাপ কাজ করেছে কারণ প্রায় দুশ’রও বেশি মার্কিন ব্যাংক থেকে তার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ উঠলেও চুরিকৃত অর্থের পরিমাণ সম্পর্কে কোথাও নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। একটি রিপোর্টে বলা হয়েছে, তার অপরাধের ফলে ক্ষতি হয়েছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। আবার অন্য একটি রিপোর্টে বলা হয়েছে তার অপরাধের ফলে ক্ষতি হয়েছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার।
তারমানে পাঠকগণ বলতেই পারেন হামজা যে কাজটা করেছিলেন সেটা কোনো মতেই ভালো কাজ করেননি এবং গুরুচণ্ডালী যোগের মতন কাজটাই করেছিলেন।
ফিলিস্তিনের ভগবান হয়ে ওঠা
ওপর দিকে দেখতে গেলে প্রায় দুশ’রও বেশি মার্কিন ব্যাংক থেকে তার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ উঠলেও চুরিকৃত অর্থের পরিমাণ সম্পর্কে কোথাও নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। একটি রিপোর্টে বলা হয়েছে, তার অপরাধের ফলে ক্ষতি হয়েছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। আবার অন্য একটি রিপোর্টে বলা হয়েছে তার অপরাধের ফলে ক্ষতি হয়েছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার।
পুঁজিপাতি বুর্জোয়াদের দৃষ্টিতে এবং আইনের চোখে তিনি সর্বদাই একজন অপরাধী। তবে মানবতাবাদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে অনেকে এ কথা বলতে বাধ্য হয়েছেন যে, সমগ্র বিশ্বে যেখানে চলছে লুটপাটের চর্চা সেখানে নিজের স্বার্থ ত্যাগ করে অসহায়, নির্যাতিত, নিপীড়িত কিছু মানুষের পাশে দাঁড়িয়ে হামযা বেনদেলাজ যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা তাকে সত্যিকারের নায়কের মর্যাদায় আসীন করেছে।
এবার পাঠকগণ বিচার করবেন গুরুচণ্ডালী যোগ কতটা ভালো বা কতটা খারাপ তবে আমি আবার বলবো—
আজীবন বিড়ালের মত বেঁচে থাকার,
থেকে একটা দিন সিংহ হয়ে মৃত্যু বরণ করা উওম,….!!!!