Rajiv Gandhi


Happy birthday Rajiv gandhi ji..

মাত্র ৪০ বছর বয়সেই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শ্রী রাজীব গান্ধী। তিনি ছিলেন দেশের তরুণতম প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য দেশের নির্বাচিত সরকারের তরুণতম প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন। তাঁর থেকে মাত্র আট বছর বেশি বয়সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন তাঁর মা শ্রীমতী ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে। রাজীবের মাতামহ পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন ৫৮ বছর বয়সে। একটানা ১৭ বছর তিনি এই দায়িত্ব পালন করে গেছেন।

রাজীব রত্ন গান্ধী (২০শে আগস্ট, ১৯৪৪ – ২১শে মে, ১৯৯১) ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী। তিনি ইন্দিরা নেহেরু ও ফিরোজ গান্ধীর জ্যৈষ্ঠ পুত্র।

১৯৮৪ সালের ৩১শে অক্টোবর রাহুর দশা বৃহস্পতি অন্তর দশাতে মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে কার্যভার গ্রহণ করেন।

সিংহ রাশি আর সিংহ লগ্নের রাহু শনির নক্ষত্র ১২শে এবং বৃহস্পতি লগ্নে কেতুর নক্ষত্রে অবস্থান করছে জন্ম কালীন।

২,১১ পতি বুধ লগ্নে জন্ম কালীন,
৩,১০ পতি শুক্র লগ্নে জন্ম কালীন,
৫, ৮ পতি বৃহস্পতি লগ্নে জন্ম কালীন।
লগ্ন পতি রবি লগ্নে,

সকল কোনপতি লগ্নে অবস্থান করে রাজীব গান্ধীকে ভীষণ ভাগ্যবান করে তুলেছে।

১,৩,১১ পতি
রবি, শুক্র, বুধ লগ্নে অবস্থান করে রাজীব গান্ধীকে প্রতিষ্টার শিকড়ে নিয়ে গিয়েছিলেন।
অতি অল্প বয়সেই সারা পৃথিবীর মানুষ তাকে চিনতে জানতেন এবং লগ্ন পতি ও রাশি পতি উচ্চস্ত্ত হওয়ায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি রূপে আজও পৃথিবী বিখ্যাত।

১,৩,১১ লগ্নে অবস্থান করে রাহু ১২শে এবং ১২পতি লগ্নে অবস্থান করায় রাজীব গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশে রাহুর দশায় ভারতে কম্পিউটার এর প্রচলন করেন, তার কাজের উপকার আজও সমস্ত ভারতবাসী উপকৃত।

রাহু ১২শে অবস্হান ও রাহুর দশায় অনেক মানুষকে আমি পৃথিবী বিখ্যাত হতে দেখেছি,
বিবেকানন্দ জির ১২শে রাহু ছিল, উনি শিকাগো শহরে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন।

সম্রাট বোস
7890023700