শনি এবং বৃহস্পতির যোগ।
মকর রাশিতে শনি এবং বৃহস্পতির যোগ এটা নিয়ে সারা পৃথিবীতে এখন প্রচুর লেখালেখি চলছে, প্রতি কুড়ি বছর অন্তর শনি এবং বৃহস্পতির যোগ সৃষ্টি হয় মেষ রাশি, কন্যা রাশি, মকর রাশি এই কটা রাশির মধ্যে ঘুরে বেড়ায় মাঝেমধ্যে মীন রাশি সিংহ রাশি তুলা রাশি এবং ধনু রাশির মধ্যে সংযোগ হয়ে থাকে।
শনি বৃহস্পতির যোগ একটি বছরের জন্য এই সমস্ত রাশির মধ্যে অবস্থান করে তাই আপনাদের আমি এমন কিছু দিন আর তারিখের উদাহরণ দিলাম এই সময় গুলো শনি এবং বৃহস্পতি একই ডিগ্রী তে অবস্থান করেছে তার মানে হলো দুজনে একই সমান ডিগ্রী তে অবস্থান করেছে এই দিনে তার একটা 500 বছরের দিন এবং তারিখ তুলে ধরলাম আপনাদের কাছে।
MAY 21, 1702 | 08:58 PM Aries
JAN 05, 1723 | 03:15 PM Sagittarius
AUG 30, 1742 | 08:53 PM Leo
MAR 18, 1762 | 04:42 PM Aries
NOV 05, 1782 | 09:26 AM Sagittarius
JUL 17, 1802 | 10:49 PM Leo
JUN 19, 1821 | 05:14 PM Aries
JAN 26, 1842 | 06:10 AM Sagittarius
OCT 21, 1861 | 12:26 PM Lio
APR 18, 1881 | 01:38 PM Aries
NOV 28, 1901 | 04:28 PM Sagittarius
SEP 10, 1921 | 04:14 AM Virgo
AUG 08, 1940 | 01:21 AM Aries
OCT 20, 1940 | 04:38 AM Aries
FEB 15, 1941 | 06:38 AM Aries
FEB 19, 1961 | 00:01 AM Capricorn
DEC 31, 1980 | 09:17 PM virgo
MAR 04, 1981 | 06:55 PM virgo
JUL 24, 1981 | 04:13 AM Virgo
MAY 28, 2000 | 03:58 PM Aries
DEC 21, 2020 | 06:19 PM Capricorn
OCT 31, 2040 | 11:44 AM virgo
APR 07, 2060 | 10:29 PM Aries
MAR 15, 2080 | 01:28 AM Capricorn
SEP 18, 2100 | 10:33 PM libra
একটি সাধারণ বিচার সকলের মুখে মুখে খুঁজে পাওয়া যায় শনি এবং বৃহস্পতি যখন কোন জাতকের কুষ্টিতে লক্ষ্য করা যায় সেই জাতক জ্ঞানী এবং পড়াশোনায় ভীষণ ভালো হয়, তাছাড়া সেই যে কোন কর্মের থাকুক তার মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটে।
গৌতম বুদ্ধ দশম ভাবে মেষ রাশিতে রবি মঙ্গল শুক্র শনি বৃহস্পতি একত্রে অবস্থান করেছিল।
যিশুখ্রিস্টের সপ্তম ভাবে মীন রাশিতে চন্দ্র বৃহস্পতি এবং শনি অবস্থান করেছিল।
ডিজনি ওয়ার্ল্ড দ্বিতীয় ভাবে মকর রাশিতে শনি এবং বৃহস্পতির অবস্থান ছিল।
এগুলো দেখে কিছুটা হলেও আন্দাজ করা যায় শনি এবং বৃহস্পতির যোগে মানুষের মনে জ্ঞানের সঞ্চার করে একথা অস্বীকার করা যায় না।
আবার অপরদিকে আশারাম বাপুর একাদশ ভাবে মেষ রাশিতে বৃহস্পতি রবি শুক্র-শনি অবস্থান, এই মানুষটি বর্তমানে জেলে থাকলেও মানুষ টার মধ্যে কিন্তু জ্ঞানের অভাব ছিল না।
আরো বেশ কিছু বিখ্যাত মানুষের উদাহরণ দিচ্ছি যাদের জন্ম সনি বৃহস্পতির অবস্থানে হয়েছিল।
Brea Grant
Vanessa Ray
Janet McTeer
Jennifer Hudson
Amy Sedaris
Daniel Cudmore
Bruce Lee
Jessica Walter
Nancy Travis
Jeff Probst
Rodney Dangerfield
Richard Pryor
Iain Glen
Jessica Alba
Eliza Dushku
Jared Harris
Raymond Cruz
Autumn Reeser
Jenna Dewan
Eddie Kaye Thomas
এমনভাবে শতশত উদাহরণ দেয়া যেতে পারে শনি এবং বৃহস্পতির সহাবস্থানে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে বহু মানুষ তাদের নিজেদের কর্মে এবং জ্ঞানের মাধ্যমে সারা পৃথিবী বিখ্যাত হয়েছে।
শনি এবং বৃহস্পতির মকর রাশিতে অবস্থানের জন্য পৃথিবীতে শান্তি বজায় থাকবে এবং আজকের দিনে করোনাভাইরাস এর মতন মহামারী থেকে পৃথিবী নিস্তার পাবে এরকম ধরনের বহু আলোচনা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষের মাধ্যম থেকে শোনা যাচ্ছে। সত্যিই কি শনি এবং বৃহস্পতি একত্রিত হলে পৃথিবীর সমস্ত কাজ ভালো হয়ে যায়? তাহলে তো এটা আলোচনার বিষয়বস্তু হয়ে যাবে।
Haiyuan Earthquake
16 December 1920
ইতিহাসের পাতায় একবার উল্টে দেখবেন এই ভূমিকম্পে তে 273,400 মারা গিয়েছিলেন চীন দেশের ভূমিকম্পের জন্য। 16 ই ডিসেম্বর 1920 কুষ্টি বানিয়ে দেখবেন শনি এবং বৃহস্পতির অবস্থান মকর রাশিতে দুজনেরই 5 ডিগ্রী তে অবস্থান করছিল।যদি মকর রাশিতে শনি এবং বৃহস্পতির অবস্থান সবকিছুই ভালো করে তাহলে কোন বোকাই হয়তো বলবে এতো মানুষ-মারা যাওয়াটা কোনো ভালো কাজ নয়।
১৮২২ সালের মে মাসে বৃহস্পতি-শনি গ্রহে মেষে একত্র হয়ে যাওয়ার পরে বরিশালে এক বিরাট বিপর্যয় ঘটেছিল, যখন প্রচণ্ড ঝড়ের ফলে সৃষ্ট জোয়ার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এবং প্রায় ৪০,০০০ লোকের প্রাণহানি ঘটে।
১৯০২ সালের ৮ ই মে মার্টিনিকের এমটি পেলে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল এবং কয়েক মিনিটের মধ্যে সেন্ট-পিয়ের সিটি মরশুমিতে বৃহস্পতি-শনি সংযোগের ফলে প্রায় ৩০,০০০ বাসিন্দাদের মধ্যে দু’জন ছাড়া সকলেই মারা যায়। মকর রাশিতে শনি এবং বৃহস্পতির অবস্থান ছিল।
বৃষ রাশিতে শনি ও বৃহস্পতির অবস্থানে ২ January শে জানুয়ারী, ২০০১-এ ভুজের এক ভয়াবহ ভূমিকম্প হয়, যার ফলে ব্যাপক ধ্বংস হয় এবং ১০,০০০ এরও বেশি হতাহত হয়।
১৮৬২ সালের ৯ জানুয়ারিতে গ্রেট ক্যালিফোর্নিয়া বন্যার ফলে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে পুরো স্যাক্রামেন্টো এবং সান জোয়াকুইন ভ্যালিয়াস কন্যা রাশিতে শনি এবং বৃহস্পতির অবস্থানের ফলে ৪০০-৪৮০ কিলোমিটার জুড়ে ডুবে গেছে।
১৯৬০ সালের ২৯ শে ফেব্রুয়ারি মরক্কোতে আঘাত হানার মারাত্মক ভূমিকম্পে আগাদির প্রায় ধ্বংস হয়ে যায় এবং প্রায় ১৫,০০০ মানুষ মারা যায়। ধনু রাশিতে শনি এবং বৃহস্পতির অবস্থান।
এমন উদাহরন আমি আরও শত শত দিতে পারি যখন শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করে সমাজের অনেক বিপর্যয় ডেকে এনেছে। আসল কথাটা হলো শনি এবং বৃহস্পতি সংযোগে সমাজকে অথবা পৃথিবীতে প্রচুর ভালো রাস্তায় নিয়ে যেতে পারবে বলে মনে হয় না ঠিক তেমনভাবেই শনি এবং বৃহস্পতির যোগ পৃথিবীতে বিভিন্ন রকম খারাপ ঘটনা ঘটছে সেটাও নয়, রাশিচক্রে নটি গ্রহ আছে এবং তাদের কাজ আছে, সমস্ত কিছু দেখেই বিচার করা উচিত।
আজকের তারিখ চৌঠা এপ্রিল 2020 এই মুহূর্তে আমি যখন এই আর্টিকেল লিখছি তখন মকর রাশিতে বৃহস্পতি আর প্লুটো জিরো ডিগ্রী তে অবস্থান করছে এবং শনি 6 ডিগ্রিতে মঙ্গলময় ডিগ্রিতে অবস্থান করছে।
আপনারা সবাই তো জেনেছেন 60 বছর অন্তর মকর রাশিতে শনি এবং বৃহস্পতি অবস্থান ঘটে এবং কুড়ি বছর অন্তর শনি এবং বৃহস্পতির অবস্থান অন্য রাশিতে ঘটে। কিন্তু এবছর শনি এবং বৃহস্পতি যখন মকর রাশিতে অবস্থান করছে তার সাথে প্লুটো অবস্থান করেছে ইতিহাসের পাতায় যদি খুঁজে বেড়ান তাহলে দেখা যাবে যিশুখ্রিস্টের জন্মের 1894 বছর আগে শনি বৃহস্পতি এবং প্লুটো একত্রে অবস্থান করেছিল।
সেই সময়টা ছিল হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময়,সেই সময় ভারতবর্ষের অথবা পৃথিবীর কি অবস্থান ঘটেছিল এবং কি ঘটনা ঘটেছিল তা আমরা এখনো পর্যন্ত ভাল করে জানি না, তাই দুই হাজার কুড়ি সালের অথবা 2021 সালে শনি বৃহস্পতি এবং প্লুটো আমাদের ভারতবর্ষে অথবা পৃথিবীতে কি উপহার দেবে একত্রে অবস্থান করে তা আমরা এক কথায় কেউ বলে দিতে পারি না, যে সকল পন্ডিত মানুষেরা কপালে চোখ উল্টে গভীর ধ্যানে গিয়ে ভবিষ্যৎ বাণী করে দিতে পারে তাদের কথা আমি জানিনা।
আমি বিভিন্ন কুষ্টি নিয়ে রিসার্চ করি, যে ঘটনাগুলো আমার চোখের সামনে এসেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে প্রতিস্থাপন করলাম, ভালো মন্দ বিচার আপনারা করবেন, আমার কর্তব্য মানুষকে সত্যি কথা বলা এবং সত্যি কথা জানানো।
আমি ত্রিকালদর্শী কোনরকম জ্যোতিষী নই আমি জ্যোতিষ ভালবাসি আমি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করি তাই আমার সামনে যা ঘটনা ঘটবে সেটাই আপনাদের সামনে প্রতিস্থাপন করব।
Samrat Bose
7890023700