পুষ্যা নক্ষত্র


পুষ্যা নক্ষত্র

পৃথিবীর সৃষ্টির সময়

বৃহস্পতি চেয়েছিলেন : আমি পৃথিবীতে আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়িয়ে দেব। মানব জীবনের সৎ বুদ্ধির আলো, ধর্মেরই পথে পরিচালিত করবো।
অধর্মকে ধর্মের পথে চালনা করবো।

পুষ্যা নক্ষত্রের দেবতা বৃহস্পতি।

চিন্মওয়ানন্দ স্বামীর জন্ম নক্ষত্র পুষ্যা।

বৃহস্পতি বাক দেবতা,
দ্বিতীয় ভাবের কারোর গ্রহ বৃহস্পতি।
দ্বিতীয় ভাব থেকে কথা বলার বিচার করা হয়।
পুষ্যা নক্ষত্রে অপিরিত চন্দ্র কথা বলার শক্তি যোগায়, গলায় মাধুর্য আনে।

কিশোর কুমার আর লতা মঙ্গেশকর এর চন্দ্র পুষ্যা নক্ষত্রে।

এখানে চন্দ্র যদি মঙ্গলের সাথে সম্পর্ক করে তাহলে তার মধ্যে লড়াই করার মানিষিকতা বৃদ্ধি পায়।
চন্দ্র শেখর আজাদের চন্দ্র আর মঙ্গল যুক্ত।

এখানে চন্দ্র পীড়িত হলে মানুষের মনে অসৎ উদ্দেশ্য বা পাপবোধের সৃষ্টি করে।

লালু প্রসাদ ও আজহারউদ্দিনের চন্দ্র পুষ্যা নক্ষত্রে।

পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি।
পুষ্যা কর্কট রাশিতে অবস্থান, এখানে বৃহস্পতি উচ্চস্ত্ত।

শনি আর বৃহস্পতি গুরু জ্ঞানের সঞ্চার করে।
আব্দুল কালামের লগ্ন পুষ্যা নক্ষত্রে।

এই নক্ষত্রে যে কোনো রকম যাত্রা খুব শুভ এবং এই নক্ষত্রে সমস্ত রকমের কাজ শুরু করা এবং বাবস্যা শুরু করা ভীষণ লাভজনক হয়ে থাকে।

Pushya means to nourish” or “providing nourishment”
The lunar mansion is symbolized under the cow.

এই সকল মানুষরা লালন পালন করতে পছন্দ করেন, সকলের সাথে ভালোবেসে থাকা এদের সহজাত অভ্যাস।

আনন্দময়ী মায়ের বৃহস্পতির অবস্থান পুষ্যা নক্ষত্রে।

রোগ:

Skin problem