পূর্বাফলগুনী নক্ষত্র
Fruits of tree
যে জীবনে মৃত্যু সকল কীর্তিকে ঢেকে দেবে, সেই জীবনে লোভ ও প্রাপ্তির কোনো অর্থ হয় না।
মুক্তির পথে বেড়িয়ে পড়েছিলেন দলাই লামা, জীবনের আসল আনন্দ ত্যাগে, এই কঠিন বাস্তবের সম্মুখীন হতে হয় একদিন পূর্বাফলগুনী নক্ষত্রের মানুষকে। ঠিক একই ভাবে ত্যাগের পথ অবলম্বন করেছিলেন শ্রী শ্রী শ্রী রাধা মাধব (iskon)।
এনারা দুজনেই পূর্বফাল্গুনী নক্ষত্রের জাতক।
এইসকল জাতক জীবনের একটা সময় এসে ত্যাগ অবলম্বন করেন। চূড়ান্ত ভোগের মোহ কেটে যায় যখন।
পূর্বাফলগুনী নক্ষত্রের দেবতা “ভাগা”
The god of fortune and prosperity.
ভগবান “শিব” তাহার বিবাহের procession এই নক্ষত্রে আরম্ভ করেছিলেন। এই নক্ষত্রকে কোনো কাজ শুরু করার জন্য খুব পবিত্র বলা হয়।
এই নক্ষত্রের আরো এক প্রতীক হলো “শিব লিঙ্গ”
আক্ষরিক বিশ্লেষণে দেখা যায়- ‘শিব’ শব্দের অর্থ ‘মঙ্গল’ আর ‘লিঙ্গ’ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন। শাস্ত্র ‘শিব’ বলতে নিরাকার সর্বব্যাপি পরমাত্মা বা পরমব্রহ্মকে বোঝায়। তাই ‘শিবলিঙ্গ’ হচ্ছে মঙ্গলময় পরমাত্মার প্রতীক।
পারসমানন্দ সরস্বতী এবং চন্দ্র শেখর সরস্বতীর এর লগ্ন পূর্বাফলগুনী নক্ষত্রে।
এই নক্ষত্রের আরো একটা প্রতীক হলো “bed” বিছানা, আরাম করার জায়গা, বিলাসের জায়গা, ভোগের জায়গা।
প্রথম বয়সে এইসকল জাতক আরাম প্রিয় হয়, নিজের comfort এর বাপ্যারে সজাগ থাকে, বিশেষ করে ছেলেরা। এদের sextual interest খুব বেশী পরিমানে থাকে।
Madonna আর george bush এর লগ্ন পূর্বাফলগুনী নক্ষত্রে।
এই জাতক বোঝাতে পারে ভালো, তাই শিক্ষকতা পেশায় এদের ভালোই উন্নতি হয়, তাছাড়াও সমাজের সকলে এদের কথা শুনতে পছন্দ করেন।
Alen leo and oscar child এর লগ্ন এই নক্ষত্রে।
Health issues
Skin problem
Heart problem
Accident in fair.