আজকে একটু অন্য রকমের লেখার ইচ্ছে হলো, পাঠক গনদের অনুরোধ, ভালো লাগলে কিছু বলার নেই, আর পাগলামী মনে হলে ক্ষমা করবেন।
আমি যখন শশী কাপুরের জন্ম কুন্ডলী বানালাম তখন আমার চোখে পড়লো ওনার জন্ম কালীন চন্দ্র ভঙ্গ কাল সর্প যোগ ছিল। তৃতীয় ঘরে জল রাশিতে অনেকগুলো গ্রহ অবস্থান করছে এবং একাদশে রাহুর অবস্থান শশী কাপুরের জন্ম কুন্ডলী অসাধারণ বানিয়েছিল। ওনার জন্ম হয়েছিল মঙ্গলের দশায়, যেই মঙ্গল চতুর্থ ও একাদশ পতি। ছবির আকারে জন্ম কুন্ডলী দেওয়া আছে। চন্দ্রের সাথে রাহুর 3/11 সম্পর্ক হয়ে আছে।
এমন কিন্ডলী আপনি হাজার হাজার পাবেন, নতুন কিছু নয়, কিন্তু এর পরেও আমি বলবো, একটু অপেখ্যা করুণ কারণ আছে লেখার।
আপনারা হয়তো জেনে থাকবেন, শশী কাপুরের প্রথম জীবনের সিনেমা করেছিলেন, as a hero 24/11/1961 সালে, ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ধর্মপুত্র চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। এরপর থেকে ১১৬টি হিন্দি চলচ্চিত্রে অংশ নিয়েছেন। তন্মধ্যে, ৬১টিতে একক নায়ক, ৫৫টিতে বহুনায়কের অংশগ্রহণ এবং ২১টিতে পার্শ্ব অভিনেতা ও ৭টি চলচ্চিত্রে বিশেয দৃশ্যে হাজির হন।
এবার আমি দ্বিতীয় কুন্ডলী বানাতে বসলাম, এবার ছবিতে 24/11/1961 সালের কুন্ডলী, ওখানেও দেখা যাচ্ছে চন্দ্র ভঙ্গ কাল সর্প যোগ। এখানেও চন্দ্র এবং রাহুর 3/11 সম্পর্ক হয়েছে।
একটাকে কি বলবেন?
কাক তালিও ব্যাপার, নাকি ঈশ্বরের কোনো পরিকল্পনা?
মানুষের জন্মের সাথে তার জীবনের অন্যতম মূল্যবান সময়ের কি অসীম মিল তাই না?
আরো একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে বাধ্য হচ্ছি আমি, চন্দ্র কিন্তু এখানেও মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, ঠিক যেমন জন্মের সময় ছিল।
এত তাড়াহুড়ো করে কোনো ঘটনার যুক্তি নির্বাচন করা বুদ্ধিমানের কাজ নয়, অনেকেই বলতে পারেন।তাহলে আমরা আরো একটা ঘটনা বিচার করে দেখি।
কি বলেন?
এবার আসি আমরা ওনার মৃত্যু দিনের কুন্ডলীতে একবার চোখ বুলিয়ে দেখি, কি বলছে।
ভালো করে দেখুন ছবিতে।
04/12/2017 তারিখে উনি মারা গিয়েছিলন।
এখানেও দেখা যাচ্ছে ওনার চন্দ্র ভঙ্গ কাল সর্প যোগ বর্তমান, এবং চন্দ্র আর রাহুর 3/11 সম্পর্ক হয়েছে।
আবার একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই আমি, এখানেও কিন্তু চন্দ্র মঙ্গলের নক্ষত্রে অবস্থিত। ঠিক আগের দুটো কুন্ডলীতে যেমন যেমন অবস্থান ছিল এখানেও ঠিক তেমন তেমন অবস্থান রয়েছে।
জন্ম, কর্ম, মৃত্যু এই তিনটে কুন্ডলীর সব কিছুই প্রায় একই।
জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে।
কলি যুগে মানুষের বিবাহ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না মানুষ, তাই বদলে গিয়ে হয়েছে “জন্ম, কর্ম, মৃত্যু এই তিনটি বিধাতা নিয়ে।
সম্রাট বোস
7890023700